মোঃ বাবর আলী, নড়াইল : নড়াইল জেলার মধ্যে অন্যতম হলো ভক্তডাঙ্গা বিল। কালিয়া পৌরসভার গোবিন্দ নগর, ছোট কালিয়া, বেন্দারচর, বাবুপুর চালিতাতলা, বড়নাল, কুন্জপুরসহ আরো কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ এই বিলের উপর নির্ভরশীল।
তবে সেই নির্ভরশীলতায় ভাটা পরেছে এসকল প্রান্তিক মানুষের।যেই বিলের মাছ আহরণ করে বা খালের পানি দিয়ে সেচ করে ধান উৎপাদন করতেন তারা সেই খালটি এখন একজন প্রভাবশালী মৎস্য চাষী বাঁধ দেওয়ায়।
সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, ভক্তডাঙ্গা বিলের একমাত্র লাইনের খালটির দুপাশে বড় বড় মেহগনি গাছ পুঁতে মাটি দিয়ে বাঁধ খালের দুই পাশে থাকা তার নিজের ২ টি ঘের একত্র করে মাছ চাষ করছেন কালিয়া পৌরসভার ছোট কালিয়া মৃত সন্তোষ বর্মনের ছেলে শিব পদ বর্মন।
খালটি বাঁধের ফলে ক্ষতির আশঙ্কা করে স্থানীয়,বিষ্ণু বর্মন,শিমুল রায়, রিয়াজ শিকদারসহ অনেকে বলেন, খালের মাথা বেঁধে দেওয়ার কারণে অতি বৃষ্টিতে পাশের ঘের ভেসে যাওয়ার আশংকাসহ গ্রীস্মকালে ফসলী জমির জন্য পর্যাপ্ত পানি সরবরাহ করতে না পারায় অর্থনৈতিক ভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিদের বলেও কোন সুরাহা পায়নি ক্ষতিগ্রস্তরা বলে জানান।
সরকারি খালে বাঁধ দেওয়ার বিষয়ে শিব বর্মনের সাথে কথা হলে তিনি নিজের ভুল স্বীকার করে বলেন, এ ব্যাপারে আমাকে কেউ কিছু বলেনি। তবে অভিযোগ আসায় বাঁধটি ভেঙ্গে তিনি উন্মুক্ত করে দিবেন বলে জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা বলেন, সরকারি খাল সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। কারোর ব্যক্তি সার্থে খালে বাঁধ দেওয়ার কোন সুযোগ নেই। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মৎস্য অফিসারকে সরেজমিনে গিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।