মোঃ বাবর আলী, নড়াইল : নড়াইলে রং কালিয়া উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/২০২৪-২০২৫মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ১ হাজার ২শ প্রান্তিক কৃষকদের বীজ ও সার দেওয়া হয়।
কালিয়া উপজেলা কৃষি অফিস কার্যালয় থেকে উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১২০০ কৃষকদের মধ্যে ১ কেজি করে রোপা আমন ধানের বীজ, ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিওপি সার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বীজ ও সার বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক বলেন, বর্তমান সরকার করোনাপরবর্তী সময়ে কৃষক সমাজের উন্নয়নে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন সময় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করার মাধ্যমে কৃষকের পাশে থেকে তাদের সহযোগিতা করে যাচ্ছেন।
রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খান শামীম রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান ববিতা বেগম, বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ সুবিধাভোগী কৃষকেরা।