ডেস্ক রিপোর্ট : অনিয়ম-দুর্নীতির অভিযোগে আলোচিত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রকৌশলীকে অবশেষে বদলি করা হয়েছে। গত সোমবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
কালীগঞ্জ উপজেলা অফিস সূত্রে জানা গেছে, গত শনিবার উপজেলা প্রকৌশলী আহসান হাবীবের বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশের পর থেকেই দৌড়ঝাঁপ শুরু করেন তিনি। তাঁর বিরুদ্ধে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অভিযোগকারী দুই চেয়ারম্যান ও দুইজন প্যানেল চেয়ারম্যানকে ওই দিনই উপজেলা পরিষদে তলব করেন। তিনি তাদের ম্যানেজ করার চেষ্টা করেও ব্যর্থ হন। এছাড়া প্রকৌশলী আহসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ইউএনও দেদারুল ইসলাম বরাবর লিখিত অভিযোগ করেন ইমরান হোসেন নামে এক ঠিকাদার।
বদলি হওয়া ও অনিয়মের বিষয়ে জানতে চাইলে প্রকৌশলী আহসান হাবীব বদলির বিষয়টি নিশ্চিত করেন। তবে অনিয়মের বিষয়ে বক্তব্য না দিয়ে অফিসে এসে কথা বলতে বলেন তিনি।
নবাগত উপজেলা প্রকৌশলী সৈয়দ শাহরিয়ার আকাশ বলেন, তিনি জেলা প্রকৌশল অফিসে যোগদান করেছেন। সরকারি ছুটির কারণে এখনও পুরোপুরি কালীগঞ্জ অফিসের দায়িত্ব বুঝে নিতে পারেননি।
‘উন্নয়ন কাজে ঘুষ চান প্রকৌশলী’ শিরোনামে কালীগঞ্জ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির সংবাদ গত শনিবার সমকালে প্রকাশিত হয়। এর একদিন পর সোমবার এক অফিস আদেশে তাঁকে বাগেরহাট জেলায় বদলি করা হয়। এরপর এ উপজেলাতে নতুন প্রকৌশলী হিসেবে সৈয়দ শাহরিয়ার আকাশ নিয়োগ পান। তিনি এর আগে মহেশপুর উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্বে ছিলেন।
কালীগঞ্জের আলোচিত সেই প্রকৌশলীকে বদলি

Leave a comment