
ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযানে দু’জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে পৌরসভা এলাকার শিবনগর ভাটা থেকে নাটাবাড়ীয়া গ্রামের বজলুর রহমানের ছেলে আরমান(২২) মাদক সেবনকালীন অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই দিন ফয়লা গ্রামের মনির উদ্দীনের ছেলে মন্তাজ উদ্দীন চুন্নু (৫৫) কে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। সাথে উভয়কে ১০০ টাকা করে জরিমানা করেছে।
এ ছাড়া উপজেলার কুল্লগাছী গ্রামের মহাসিনের ছেলে জহুরুল ইসলামের নিকট থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা এবং বাদেদীহি গ্রামের ছবেদ আলীর ছেলে সুহানুর রহমানের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন আলম। অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

