কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আল মাদরাসাতুল আরাবিয়া হযরত আলী (রা:) মাদ্রাসার ২০০ শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন। শনিবার সকাল ১১ টায় মাদ্রাসাটির মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আরটিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি সাংবাদিক শিপলু জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসাটির শিক্ষক মুফতি মাওলানা ওমর ফারুক, মাওলানা মুফতি সাইফুল ইসলাম, মোহতামিম নজির আহমেদ সহ মাদ্রাসার অন্য শিক্ষকগণ। শীতবস্ত্র বিতরণ শেষে সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান শিপলু জামান বলেন, আমরা সব ধরণের জনকল্যানমূলক কাজ করার চেষ্টা করি, সে ধারাবাহিকতায় আজ কম্বল বিতরণ করা হলো। সামনের দিন গুলোতেও এধরনের কাজের ধারাবাহিকতা থাকবে ইনশাআল্লাহ।