কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া কুমারখালীর সৈয়দ মাসুদ রুমি সেতু সংলগ্ন রেল ব্রিজের নিচে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
৩০ ডিসেম্বর সকালে মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা কুমারখালী থানা পুলিশকে খবর দেয়। সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার পরে মর্গে প্রেরণ করে।
এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান শেখ জানান , সকালে সৈয়দ মাসুদ রুমি সেতু সংলগ্ন রেল ব্রিজের নিচে মরদেহ দেখতে পান পথচারীরা।পরবর্তীতে থানায় খবর দিলে কুমারখালী থানার ডিউটিরত পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরনে কালো কোর্ট, চেক জামা ও লুঙ্গি ছিলো।তদন্ত রিপোর্ট আসার পরে মৃত্যুর আসল কারন পাওয়া যাবে।
আশেপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে স্থানীয়রা কেউ তার নাম-পরিচয় শনাক্ত করতে পারছেন না।
কুষ্টিয়ায় অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার
Leave a comment