ডেস্ক নিউজ : কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুরের জোতপাড়া মাঠ থেকে আতিয়ার খাঁ (৫৫) নামে এক সময়কার শীর্ষ সন্ত্রাসীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে আতিয়ারের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহামুদ।
আতিয়ার খাঁ সদর উপজেলার শ্যামপুর এলাকার ঝড়ু খাঁর ছেলে। তিনি গত ৩০/৪০ বছর ধরে জোতপাড়ায় তার মামা বাড়ি এলাকায় বসবাস করেছিলেন। আতিয়ার এক সময় শীর্ষ সন্ত্রাসী ছিলেন। গত ১৫ /২০ বছর ধরে তিনি স্বাভাবিক জীবনে ফিরে এসে মাঠে কৃষিকাজ করতেন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহামুদ বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে জোতপাড়া মাঠের মধ্য থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলা কাটা ছিল। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কারা, কেন এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে, তা উৎঘাটনের জন্য কাজ করছে পুলিশ। সেই সঙ্গে ঘাতকদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।
কুষ্টিয়ায় গলা কাটা লাশ উদ্ধার

Leave a comment