কুষ্টিয়া প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি রাসেল আহমেদ (৩১) কে খোকসা থানা পুলিশের বিশেষ দল গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাত ১০টার সময় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল আহমেদ কুষ্টিয়ার খোকসা উপজেলার হাসিমপুর পূর্বপাড়া গ্রামের মোকাজ্জেল হোসেনের ছেলে।
খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চলতি মাসের ৯ তারিখে নাশকতার মামলার ( মামলা নং -০৪, তারিখ ০৯-০২-২০২৫ ইং) অভিযুক্ত আসামী। তাকে মঙ্গলবার রাত ১০ টা ১৫ মিনিটের সময় খোকসা পৌর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দুপুরে আসামি রাসেল আহমেদকে বিজ্ঞ আদালত কুষ্টিয়ায় প্রেরণ করা হয়েছে।