
জন্মভূমি ডেস্ক : কুষ্টিয়ায় বাসের ধাক্কায় ইজিবাইকে দুই যাত্রী মারাত্মকভাবে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে আহত দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামের বাসিন্দা নুরুজ্জামান ও শয়ন।
কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়া এলাকার সেনের চাতালের সন্নিকটে যাত্রীবাহি বাস ইজিবাইকটিকে সাইড দিতে গিয়ে বাসের ধাক্কায় ইজিবাইকটি উল্টে যায়। এসময় নুরুজ্জামান ও শয়ন নামের দুইজন ইজিবাইকের যাত্রী মারাত্মকভাবে আহত হয়। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আহত নুরুজ্জামানের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পরিবারের সদস্যরা ঢাকা নিয়ে যাওয়ার পথে রাত ৮টার দিবে মারা যান এবং শয়ন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রাত ৯টার দিকে মারা যান।

