যশোর প্রতিনিধি : আমার সংস্কৃতি, আমার পরিচিতি স্লোগানকে ধারণ কৃষ্টিবন্ধন যশোর জেলার নবনির্বাচিত কমিটির কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় যশোর জেলা শিল্পকলা একাডেমির অফিস কক্ষে নবনির্বাচিত কমিটির পরিচিত সভার মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা শাখার নবনির্বাচিত সভাপতি জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. হায়দার আলী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্টিবন্ধনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. সবুজ শামীম আহসান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. ফিরোজ হোসেন, গোলাম মোস্তফা মুন্না, মো. মনিরুজ্জামান, নাঈম নাজমুল।
নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক শেখ জালাল উদ্দীনের পরিচালনায় নবনির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি-এমএ কাসেম অমিয়, মো. আজিম উদ্দিন, মো. মাহফুজুর রহমান মুক্তি, যুগ্ম সাধারণ সম্পাদক-শ্যামলী চক্রবর্তী লতা, সহকারী সাধারণ সম্পাদক-মো. ইরফান খান, সাংগঠনিক সম্পাদক-কাজী ইশরাত সাহেদ টিপ, সাংস্কৃতিক সম্পাদক-দিপ্তী মিত্র, কোষাধ্যক্ষ-আলেয়া আক্তার প্রেমা, কার্যনির্বাহী সদস্য-নার্গিস খন্দকার, আশরাফুল হাসান বিপ্লব, বাবুল আহমেদ তরফদার, শিপন চৌধুরী, অদিতি সরকার রুমা।
কৃষ্টিবন্ধন যশোরে নবনির্বাচিত কমিটির পরিচিত সভা
Leave a comment