আশরাফুজ্জামান ,কেশবপুর(যশোর) : কেশবপুরে খেলাধুলাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা এক যুবককে মারপিট করে আহত করা সহ নগদ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।আহত ওই যুবককে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এঘটনায় আহত আলীমুলের মা নুরজান খাতুন বাদি হয়ে ৪ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়নের বড়েঙ্গা গ্রামের নুরজান খাতুনের শিশু পুতনি রুকাইয়া খাতুন (১০) ও সিরাজুল ইসলামের পুত্র সাবিক (১১) মঙ্গলবার ৫ ডিসেম্বর বিকেলে খেলাধুলা করার সময় গন্ডগোল করেন। বুধবার ৬ ডিসেম্বর সকাল ৮টার দিকে বড়েঙ্গা গ্রামের মৃত নুর আলীর ছেলে আলীমুল (২৮) একই গ্রামের রাজ আলী সরদারের ছেলে সিরাজুল সরদারের মাগুরখালী বাজারে তার পোল্টি মুরগির দোকানের সামনে আলীমুল আসলে পথরোধ করে বাচ্চাদের খেলাধুলার জের ধরে অশ্লীল ভাষায় আলীমুলকে গালিগালাজ করতে থাকে। এসময় আলীমুল প্রতিবাদ করলে আসাদ সরদার,তার ছেলে রাজিবুল ইসলাম ,সিরাজুল সরদার তার ছেলে রাকিবুল সরদার মিলে বাঁশের লাঠি ও জিআই পাইপ দিয়ে আলীমুলকে মারপিট করে আহত করা সহ তার পকেটে থাকা নগদ ৭৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এবিষয়ে আসাদ সরদারের নিকট জানতে চাইলে তিনি এ প্রতিনিধি কে জানান,আমরা তাকে মারপিট করেনি।খেলাধুলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামরি ঘটনা ঘটে।এব্যাপারে কেশবপুর থানার এস আই আবুল হোসেন বলেন,উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।