কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ১৬ আগষ্ট শুক্রবার সকাল ১১ টায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন ও গন-আন্দলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির থানার মোড়স্ত দলীয় কার্যালয়ে কেশবপুরের সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কাউন্সিলর মশিয়ার রহমান, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক অধ্যাপক আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আলা,পৌর বিএনপির সাধারন সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ন কবির সুমন, যুব নেতা মোঃ আব্দুল গফুর সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্টানে দোয়া পরিচালনা করেন মাওলানা হুসাইন বিল্লাহ।