আশরাফুজ্জামান, কেশবপুর (যশোর) : যশোর-চুকনগর সড়কের কেশবপুর শহরে প্রবেশপথে সড়কের উপর আবর্জনা স্তুপ করে রাখা হয়েছে। পৌরসভার বিভিন্ন স্থানের এসব ময়লা-আবর্জনা সড়কের মধ্যকুল মাঝির পুকুর নামক ওই স্থানে ফেলায় রাস্তার প্রায় অর্ধেক সংকুচিত হয়ে পড়েছে। এতে ওই স্থান দিয়ে চলাচলে দুর্ঘটনার শংকার পাশাপাশি দুর্গন্ধে মানুষদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। রাস্তা
যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এলাকার সচেতন মহলের অভিযোগ, ওই ময়লার দুর্গন্ধে মানুষ রয়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে। পৌরসভা থেকে সড়কের উপর ময়লা ফেলার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে কেশবপুর পৌরসভার মধ্যকুল মাঝির পুকুর এলাকায় সড়কের উপর ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এর আগে ওই স্থানের পাশের একটি জমিতে ময়লা ফেলা হতো। সড়কের উপর আবর্জনা ফেলায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন চলাচলকারী মানুষেরা। প্রতিদিন যশোর-চুকনগরের এ সড়কটি দিয়ে দূরপাল্লার যানবাহন, বাস, ট্রাক, মাইক্রো, ইজিবাইক, মোটরসাইকেল, ভ্যানসহ বিভিন্ন বাহন চলাচল করে থাকে। গুরুত্বপূর্ণ এ সড়কের ময়লা-আবর্জনা সড়ক থেকে দ্রুত অপসারণ না করলে দুর্ঘটনার শংকাসহ দুর্গন্ধে মানুষের দুর্ভোগ বেড়ে যাবে।
উপজেলার মধ্যকুল গ্রামের নিছার আলী বলেন, কেশবপুর বাজারে প্রবেশ পথে সড়কের উপর এভাবে ময়লা- আবর্জনা ফেলায় দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে। রাস্তার প্রায় অর্ধেক পর্যন্ত ময়লা-আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। দুর্গন্ধের তীব্রতায় পায়ে হেঁটে চলাচল হয়ে পড়েছে দায়। ভ্যানচালক শফিকুল ইসলাম বলেন, দিনে কয়েকবার ওই স্থান দিয়ে যাতায়াতের সময় প্রচন্ড গন্ধের কারণে নাক চেপে চলতে হচ্ছে। অনেক সময় এই দুর্গন্ধে বমি হওয়ার উপক্রম হয়। দুর্গন্ধের কারণে ওই স্থান দিয়ে যাত্রীরা ভ্যানে যাতায়াত করতে চাচ্ছে না। কেশবপুর পৌরসভার পরিচ্ছন্নকারী কর্মকর্তা জাহিদুল – ইসলাম বলেন, সম্প্রতি ময়লা ফেলার স্থানে গাড়ি ও ভ্যান দেবে যাওয়ায় ময়লা-আবর্জনা সড়কের পাশেই ফেলা হয়। রাতে ওই স্থানে থাকা একাধিক কুকুর ময়লা-
আবর্জনা সড়কের উপর টেনে নিয়ে আসছে। এ কারণে কিছুটা ময়লা রাস্তার উপর চলে এসেছে। রাস্তার উপর থেকে ময়লা সরানোর জন্য পরিচ্ছন্ন কর্মী লাগানো হয়েছে। দুই-একদিনের মধ্যে রাস্তা পরিষ্কার হয়ে যাবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর বলেন, ময়লা-আবর্জনার পঁচা দুর্গন্ধ নাক দিয়ে মানুষের পাকস্থলীতে গিয়ে নানা ধরনের সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশংকা থাকে। এতে মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে।
কেশবপুর পৌরসভা কর্তৃপক্ষের উদাসীনতায় রাস্তাজুড়ে ময়লার স্তূপ
Leave a comment