জন্মভূমি রিপোর্ট : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর পূজামণ্ডপসমূহে আর্থিক সহায়তার নগদ নগদ অর্থ বিতরণ করেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বুধবার নগরীর ৫টি থানা এলাকায় পৃথক-পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ আর্থিক সহায়তা প্রদান করেন। সকাল ১০টায় সিটি মেয়র নগরীর দৌলতপুরস্থ পাবলা মধ্যপাড়া মন্দির প্রাঙ্গণে দৌলতপুর ও খান জাহান আলী থানা এলাকার, দুপুর ১২টায় সোনাডাঙ্গাস্থ পূজাখোলা মন্দির প্রাঙ্গণে খালিশপুর ও সোনাডাঙ্গা থানা এলাকার এবং দুপুর ২টায় সদর থানাস্থ শিতলাবাড়ি মন্দির প্রাঙ্গণে সদর থানা এলাকার পূজা মণ্ডপসমূহের কমিটির কর্মকর্তাদের হাতে সহায়তার নগদ অর্থ তুলে দেন। নগরীর সর্বমোট ৭৮টি পূজা মন্ডপের অনুকূলে ৬ লক্ষ ৭৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। কেসিসি’র স্থানীয় কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।