জন্মভূমি ডেস্ক : খুলনা সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক ও মুসলিম লীগের সভাপতি সিরাজুল ইসলাম (৯০) আজ রবিবার (০৫ নভেম্বর) ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…আমরা তো আল্লাহর এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাবো)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সিরাজুল ইসলামের বড় ছেলে শফিকুল ইসলাম সিপার বলেন, আমার আব্বা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। রবিবার ভোরে ইন্তেকাল করেছেন। আমরা দুই ভাই ও চার বোন। আম্মা আগেই মারা গেছেন। মরহুমের জানাজা নামাজ বাদ আছর খুলনার শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে।