
বিজ্ঞপ্তি : খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখার মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, “সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত নগর গড়তে কাজ করব। সন্ত্রাস হচ্ছে সব অশান্তির মূল। আর দুর্নীতি হচ্ছে সব উন্নয়নের অন্তরায়। সন্ত্রাস ও দুর্নীতি দমন না করতে পারলে কোন উন্নয়ন সম্ভব নয়। তাই সর্বপ্রথম কাজ করতে হবে সন্ত্রাস নির্মূলে। অবস্থার পরিবর্তনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য নগরবাসীর প্রতি তিনি আহ্বান জানান। খুলনা সিটি করপোরেশনের অবস্থার বিষয়ে তিনি বলেন, “বর্তমানে খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজরা খুব প্রভাব বিস্তার করেছে। সন্ত্রাস ও মাদকের প্রভাবে সিটির জনগণ স্বাভাবিক ভাবে জীবন পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে। যেখানে জনগণের জান মালের নিরাপত্তা নেই। সিটির সন্ত্রাস, মাদক ও দুর্নীতি নিয়ে আব্দুল আউয়াল আরও বলেন, “সন্ত্রাস ও মাদক নির্মূলে আমাদের সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে পাশে নিয়ে কাজ করতে চাই। আমরা নির্বাচিত হলে সমাজের সচেতন মহল নিয়ে কমিউনিটি পুলিশিং ফোরাম গঠনের মাধ্যমে সন্ত্রাস ও মাদক নির্মূলে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবো। জনগণের জান মালের নিরাপত্তার ব্যবস্থা করবো।” হাতপাখা মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করা হলে সন্ত্রাস ও মাদকমুক্ত নগরী গড়তে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জনসাধারণদের প্রতিশ্রুতি দেন তিনি। গতকাল বুধবার খুলনা মহানগরীর ১৫ নং ওয়ার্ডের সরকারী পলিটেকনিক কলেজের অধ্যক্ষ প্রকৌশলী অনিমেষ পাল, নিউজপিন্ট মিলস এর জি এম আরিফুজ্জামান, সিটি পলিটেকনিক ইনস্টিটিউট ও খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়, নিউজপ্রিন্ট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ সাধারন পেশাজীবি মানুষের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ কালে এসব কথা বলেন কেসিসি মেয়র পদপ্রার্থী হাফেজ মাওঃ আব্দুল আউয়াল। এই সময় উপস্থিত ছিলেন নির্বাচনী প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করীম, নির্বাচনী সহকারী প্রধান মিডিয়া সমন্বয়কারী মেরাজ আল সাদী, বীরমুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, ছাত্রনেতা মাহদি হাসান মুন্না, আবুল কাশেম প্রমুখ।

