খুলনা: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে চার মেয়রপ্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ মে) সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন তার সম্মেলনকক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
আওয়ামী লীগের মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক নৌকা, শফিকুল ইসলাম মধু লাঙল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল হাতপাখা ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীক বরাদ্দ পেয়েছেন।
এছাড়া ৩১টি ওয়ার্ডের ১৩৬ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের ৩৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
উল্লেখ্য, এবারের কেসিসি নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার। ভোট কেন্দ্র ২৮৯টি ও ভোট কক্ষ থাকবে ১ হাজার ৭৩২টি। আগামী ১২ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।