জন্মভূমি ডেস্ক : বলিউডের দুই অভিনেতার বিরুদ্ধে কোটি কোটি রুপি আত্মসাতের অভিযোগ এসেছে। এরইমধ্যে তাদের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা দুজন হচ্ছেন অলোক নাথ এবং শ্রেয়স তালপাড়ে। তারা-সহ একটি সমবায় সমিতির পাঁচ সদস্যের বিরুদ্ধে লখনউয়ের গোমতী নগর থানায় একটি এফআইআর নথিভুক্ত করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
এফআইয়ারে অভিযোগ করা হয়েছে, ‘হিউম্যান ওয়েলফেয়ার ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি’ নামে একটি সংস্থা এই আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। হরিয়ানা, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে প্রায় ২৫০ টি শাখা খুলেছিল সংস্থাটি। এরপর প্রায় ছয় বছর ধরে লক্ষ লক্ষ গ্রাহকের থেকে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের নামে অর্থ তোলে সংস্থাটি। অভিযোগ, গ্রাহকেরা টাকা ফেরত চাইতে শুরু করার পরই সংস্থার পরিচালকরা গায়েব হয়ে যান।
জানা গেছে, এই সমবায় সমিতির প্রচারণা চালাতেন দুই অভিনেতা। সেকারণে তাদের বিরুদ্ধে ছোড়া হচ্ছে অভিযোগের তীর। তবে এ নিয়ে টুশব্দটি করছেন না অলক-শ্রেয়স।