
ক্রীড়া প্রতিবেদক : ঘনিয়ে আসছে ওয়ানডে বিশ্বকাপ। সময় যত এগোচ্ছে, ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে লড়াইটা বেশ জমে উঠেছে। পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়ার ত্রিমুখী লড়াইয়ে পালাবদল ঘটছে এক নম্বর অবস্থানের। গত ১৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়াকে হটিয়ে আইসিসির ওয়ানডে টিম র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছিল পাকিস্তান। চারদিনের ব্যবধানে তাদের পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ভারত।
শুক্রবার আইসিসির সর্বশেষ হালানাগাদকৃত র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসে ভারত। ভারতের রেটিং পয়েন্ট এখন ১১৬। টেস্ট ও টি-টোয়েন্টিতে আগেই সবার ওপরে ছিল ভারত। এখন ওয়ানডের শীর্ষস্থানও ফিরে পেল তারা। ফলে, ক্রিকেটের তিন সংস্করণেই এখন শীর্ষে ভারত। বিশ্বকাপের আগে যা তাদের বাড়তি প্রেরণা দেবে।

