ফুলবাড়ীগেট প্রতিনিধি : খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান, সদস্য সচিব আবু সাইদ হাওলাদার আব্বাস সহ ১৭ নেতাকর্মীর নামে এজাহার নামীয় ও অজ্ঞাতনামা ৩০/৩৫ জনের নামে খানজাহান আলী থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে যার নং ০৮। তাং ১৮/১১/২৩ইং।মামলার এজাহার নামীয় আসামিরা হলো থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ বিল্লাল হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গির হোসেন খোকা, বিএনপি কর্মী মোঃ রেজাউল গাজী, খানজাহান আলী থানা যুবদলের সাবেক সভাপতি মোল্লা সোহরাব হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ আব্দুস সালাম, যুবদল নেতা মোঃ মাসুম, মেহেদী হাসান বাপ্পি, যোগিপোল ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আজম, খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ, সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব, মোঃ জিয়া, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোঃ ইমদাদ হোসেন, মোঃ জাহিদ, জিহাদ ও মাহাবুব। মামলার তদন্তকারী কর্মকর্তা খানজাহান আলী থানার এস আই অয়ন তীর্থ পাইক বলেন এর মধ্যে পুলিশ থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান, সেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ বিল্লাল হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গির হোসেন খোকা, বিএনপি কর্মী মোঃ রেজাউল গাজী ও যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পি মোট ৫ জনকে আটক করে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।