ক্রীড়া প্রতিবেদক : বিপিএলে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি ঢাকা ডমিনেটর্স আর খুলনা টাইগার্স। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টসভাগ্য ঢাকার।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা অধিনায়ক নাসির হোসেন। অর্থাৎ তামিম ইকবাল, ইয়াসির আলি রাব্বিদের দল খুলনা প্রথমে ব্যাটিং করবে।
ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল দুপুর দেড়টায়, টস একটায়। ঘন কুয়াশার কারণে টস আধ ঘণ্টা দেরি হয়েছে, ম্যাচও শুরু হচ্ছে দুইটায়।
ঢাকা ডমিনেটর্স একাদশ
সৌম্য সরকার, দিলশান মুনাবিরা, নাসির হোসেন (অধিনায়ক), উসমান গনি, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, আহমেদ শেহজাদ, মুক্তার আলি, আরাফাত সানি, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন।
খুলনা টাইগার্স একাদশ
তামিম ইকবাল, শারজিল খান, আজম খান, ইয়াসির আলি (অধিনায়ক), সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, মোহাম্মদ সাইফউদ্দিন, পল ফন মেকেরেন, নাহিদুল ইসলাম, ওয়াহাব রিয়াজ, নাসুম আহমেদ।