ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় জয় পেয়েছে সাতক্ষীরা জেলা দল। জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সোমবার (১৬ জানুয়ারি) ২য় দিনের খেলায় সাতক্ষীরা জেলা দল ৬২ রানে চুয়াডাঙ্গা জেলাকে পরাজিত করে।
সকাল ৯টায় এই খেলা শুরু হয়। সাতক্ষীরা জেলা দল টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৪৪ ওভারে সাতক্ষীরা দল ১০ ইউকেটে ১৮৪ রান করে। সাতক্ষীরা জেলা দলের ব্যাটসম্যান রমজান মোড়ল সর্বোচ্চ ৪৪ রান করেন। চুয়াডাঙ্গা জেলা দলের বায়োজিত হাসান ৪টি, আলী হোসেন ও খালিদ হোসেন ৩টি করে ইউকেট নেন।
জবাবে চুয়াডাঙ্গা জেলা দল ৪১ ওভার ৪ বলে ১১২ রান করে অল আউট হয়। চুয়াডাঙ্গা জেলা দলের আহনাফ লাবিব সর্বোচ্চ ৪২ রান করে। সাতক্ষীরার পক্ষে আতিকুর ৪টি, সাকিব ২টি করে উইকেট নেন। এছাড়া রমযান, জনি ও ফয়সাল ১টি করে উইকেট নেন। খেলাটি পরিচালনা করেন সৈয়দ নাজমুল হাসান ও জাহিদুল ইসলাম। স্কোরার ছিলেন রফিকুজ্জামান লাভলু।
আজ মঙ্গলবারের খেলায় চুয়াডাঙ্গা ও যশোর মুখোমুখি হবে।