
তথ্যবিবরণী : বৈরী আবহাওয়ার কারণে খুলনায় এবারের ঈদ-উল-আযহার প্রধান জামাত সকাল সাড়ে সাতটায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে আটটায় দ্বিতীয় ও সকাল ১০টায় শেষ জামাত খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বিকালে খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার সার্কিট হাউজ মাঠে ঈদ-উল-আযহার প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জানানো হয়, বৈরী আবহাওয়ার কারণে সার্কিট হাউজ মাঠ ঈদজামাত আয়োজনের উপযুক্ত নয়।
পরিদর্শনকালে মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ হুমায়ুন কবির, কেসিসির প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মশিউজ্জামান খান, প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল-সহ জেলা প্রশাসন, কেসিসি’র কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সকাল সাড়ে সাতটায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ৩১টি ওয়ার্ডে কেসিসি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সহায়তায় পৃথকভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদ জামাতের আয়োজন করা হবে।