জন্মভূমি রিপোর্ট : নগরীর সোনাডাঙ্গা থানার তেুলতলা তলার মোড় এলাকায় শুক্রবার গভীর রাতে রবিউল ইসলাম অপু (২৮) নামে একজন জখম হয়েছেন। মাত্র এক হাজার টাকা বকেয়া পাওনা পরিশোধ করতে না পারায় ঢাকাইয়া শামিম নামে একজন তাকে হাতুড়িপেটা করে মারাত্মক জখম করেছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে এ ঘটনায় ভিকটিম পরিবারের কেউ থানায় অভিযোগ দায়ের করতে আসেন নি। প্রাথমিকভাবে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে পুলিশ বলছে, হামলাকারী এবং আহত ব্যক্তি উভয়ই মাদক সেবন ও বিক্রি, চুরিসহ অন্যান্য অপরাধের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে এ সংক্রান্ত মামলা আছে কিনা? সে ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।
কেএমপি’র বিশেষ শাখার এক কর্মকর্তা জানান, বানরগাতী এলাকার বাসিন্দা ঢাকাইয়া শামিম (৪০) ওই এলাকার একটি খাবার হোটেলের সামনে অপু নামে এক যুবকের বাম পাশের কানের গোড়ায় এবং শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। তখন তার আর্তচিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি এখন সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন। ভিকটিম গোকরচাঁকা পল্লী মঙ্গল স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা। পাওনা এক হাজার টাকা দিতে না পারার কারণে তাকে হামলার শিকার হতে হয়েছে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম দৈনিক জন্মভূমিকে বলেন, আহত ব্যক্তির স্বজনদের মামলা দায়ের করার জন্য অবহিত করা হয়েছে। মামলা নথিভুক্ত হলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যদিও মৌখিক অভিযোগের ভিত্তিতে হামলাকারীকে আটকের জন্য চেষ্টা চলছে।
খুলনায় এক হাজার টাকার জন্য যুবককে হাতুড়িপেটা

Leave a comment