
বিজ্ঞপ্তি : কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কর্তৃক বিভাগীয় পর্যায়ে আয়োজিত ”ফুড ফর্টিফিকেশন এন্ড কনজুমারস রাইটস” শীর্ষক এক প্রশিক্ষণ গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ক্যাব সভাপতি এ.এইচ.এম শফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ সেলিম। সভাপতিত্ব করেন খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আখতার হোসেন। উক্ত আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন খুলনা ক্যাব’র সাধারণ সম্পাদক এম. নাজমুল আজম ডেভিড এবং সমাপনী বক্তব্য রাখেন খুলনা জেলা ক্যাব’র সহ-সভাপতি এড. কুদরত-ই-ক্ষুদা। সভায় প্রধান অতিথি খোলা তেলের উৎপাদন, মানবদেহে এর ক্ষতিকর প্রভাব, বিক্রি সংক্রান্ত প্রচলিত আইন সম্পর্কে আলোচনা করেন এবং এর অহরহ বিক্রি বন্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। সভায় বিভিন্ন জেলা থেকে আগত ক্যাব এর সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ বাজারে খোলা তেল বিক্রি বন্ধে পাড়া মহল্লায় জনসচেতনতা সৃষ্টির আহবান জানান।

