জন্মভূমি রিপোর্ট : আগামী ১২ জুন সোমবার খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন। ৩১টি ওয়ার্ড ও এর আশপাশে ঝুলিয়ে দেয়া হয়েছিল প্রার্থীদের ছবি ও প্রতীক যুক্ত সাদা কালো পোস্টার। বিদিবাম। বৃষ্টিতে প্রার্থীদের পোস্টার ভিজে শহরের রাজপথে পড়ে গেল। রয়েছে শুধু সুতালী। এতে অনেকেই হতাশা ব্যক্ত করছেন। এই নির্বাচনে ৫জন মেয়রসহ ১৭৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শুক্রবার দুপুর ও বিকেলে দু’দফায় বৃষ্টিতে প্রার্থীদের পোস্টার রাস্তায় পড়ে গেলে বিভিন্ন যানবাহনের চাকা ও পদদলিত হয়ে তার কোন চিহ্ন নেই। কাগজের পরিবর্তে যারা প্যানা বা পোষ্টারে পলি ব্যবহার করেছেন তাদের কিছুটা রক্ষা পেয়েছে। এ বছর কাগজ, কালি ও প্লেটসহ ছাপার সকল প্রকার মালামালের মূল্য চড়া হওয়ার কারণে প্রার্থীরা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবারো অনেকের নতুন করে ছাপতে হবে।
নগরীর স্যারইকবাল রোডের বাসিন্দা মো. আরিফুল ইসলাম বলেন, প্রার্থীদের ক্ষতি হলেও প্রেস মালিকদের লাভ হয়েছে।