জন্মভূমি রিপোর্ট : খুলনা জেলার হোটেল ক্যাসল সালামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্দ্যোগে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স গাইডলাইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সোমবার অনুষ্ঠিত এ সেমিনারে ইউএসএআইডি এর অর্থায়নে পরিচালিত ইউএসপি’র সার্বিক সহযোগিতা করে। নকল, ভেজাল, মান-বহির্ভূত ঔষধ প্রতিরোধে ঔষধ প্রশাসনের আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মোঃ সালাহউদ্দিন। আরো উপস্থিত ছিলেন ড. ওমর খৈয়ম, চীফ অব পার্টি, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক, খুলনা, অতিরিক্ত পুলিশ সুপার, খুলনা, খুলনা বিশ^বিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষকবৃন্দ ও অন্যান্য বিভাগীয় পর্যায়ের অফিস সমূহের কর্মকর্তাবৃন্দ এবং খুলনা বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত ঔষধ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান।
সেমিনারে বক্তারা মানহীন ঔষধ হতে জনস্বাস্থ্য সুরক্ষায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। সভাপতির বক্তব্যে মোঃ সালাহউদ্দিন মান-সম্পন্ন মেডিকেল প্রোডাক্ট এর নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিতে যৌথ উদ্দ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, জেলা ও বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাগণ একমত হন যে, সকলকে একসঙ্গে কাজ করে ঔষধ সেক্টরের অনিয়ম/মান বহির্ভতূ ঔষধ দূরীভূত করে জনস্বাস্থ্য নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।