জন্মভূমি রিপোর্ট : নগরীর দুইটি থানা এলাকা হতে প্রায় দেড় মন গাঁজাসহ তিন জন গ্রেফতার হয়েছে। শনিবার দুপুরে ও শুক্রবার থানা পুলিশ এবং ডিবির অভিযানে এ উদ্ধার গ্রেফতার হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, পটুয়াখালি জেলার বাউফল থানার কেশবপুর গ্রামের বাসিন্দা অলি গাজী (৩৯) এবং মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার উত্তর রাঙ্গাবালী গ্রামের মোঃ স্বপন (৪১) নামে দুই জন রাজধানী ঢাকা হতে ৫৮ কেজি গাঁজা বহন করে এনা পরিবহনের একটি বাসে চড়ে খুলনার উদ্দেশ্যে রওনা করেছিলেন। দুপুর সাড়ে ১২ টার দিকে তারা নগরীর লবনচরা থানার সাচিবুনিয়া বিশ^রোড এলাকায় বাস থেকে নামেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই দু’ জনকে আটক করেন এবং তাদের কাছে থাকা ট্রাভেল ব্যাগ দুটি তল্লাশি করেন। তখন ওই ব্যাগ থেকে ১৩ টি কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫৮ কেজি গাঁজা উদ্ধার হয়। ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইন একাধিক মামলা রয়েছে।
লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদুজ্জামান দৈনিক জন্মভূমিকে বলেন, গ্রেফতারকৃতরা মহানগরী খুলনা হতে গাঁজার ওই বৃহৎ চালান নিয়ে কোথায় যাচ্ছিল? প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বলেনি। আসামিদের আজ রোববার আদালতে সোপর্দ করা হচ্ছে? মাদক চক্রের হোতাসহ অন্য সদস্যদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে উদ্ধার-গ্রেফতারের চেষ্টায় তাদেরকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হবে।
এর আগে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম খুলনা সদর থানার গল্লামারী লায়ন্স স্কুল এ্যান্ড স্কুলের বিপরীত পাশের সড়কে অভিযান চালিয়ে মোঃ হাসান আলী মোড়ল (৩৪) নামে একজনকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। সে কাশেমনগর আলাউদ্দীন সড়কের বাসিন্দা। তাকে আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
খুলনায় প্রায় দেড় মন গাঁজাসহ গ্রেফতার ৩
Leave a comment