জন্মভূমি রিপোর্ট : নগরীর সোনাডাঙ্গা থানাধীন বানরগাতী বাজার এলাকায় ছোট ভাইয়ের ধাঁরালো অস্ত্রাঘাতে মোঃ দেলোয়ার (৬৫) নমে একজন গুরুতর জখম হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২ টার পরে এ ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জখমকাণ্ডের পর পুলিশ ওই এলাকা হতে রক্তমাখা ছুরিসহ অভিযুক্ত মোহাম্মদ আলী (৬০) কে আটক করেছে।
পুলিশ জানায়, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বাক-বিতণ্ডার এক পর্যায়ে মোহাম্মদ আলী তার বড় ভাই দেলোয়ারের গলায়, হাতে এবং পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশ-পাশের লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যান। তিনি সেখানকার সার্জারি ইউনিট-২ এ চিকিৎসাধীন আছেন।
থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান সন্ধ্যা ৬ টার দিকে দৈনিক জন্মভূমিকে বলেন, ছুরিসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা নথিভুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। জখম হওয়া ব্যক্তির স্ত্রী এজাহার দায়ের করতে আসছেন বলে তিনি অবহিত হয়েছেন।
খুলনায় ভাইয়ের ছুরিকাঘাতে ভাই জখম

Leave a comment