জন্মভূমি রিপোর্ট : নগরীতে কেএমপির মাদক বিরোধী অভিযানে ৬ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭৭৫ পিস ইয়াবা এবং ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, সোনাডাঙ্গা মডেল থানার হাজেরা মেমোরিয়াল স্কুল গলির আনিস গাজীর পুত্র জুবায়ের গাজী (২২), একই থানার হাজী ইসমাইল লিংক রোডের মো: জাহাঙ্গীরের পুত্র মো: আলীম (১৭), একই থানার বসুপাড়া এলাকার মো: সেলিমের পুত্র সোলাইমান ছলে (২৩), একই থানার গোবরচাকা এলাকার মো: মানিক মোল্লার পুত্র মো: সাগর মোল্লা (২৫), বটিয়াঘাটা থানার দারোগা ভিটা এলাকার মো: শাহাজাহান হাওলাদারের পুত্র মো: মাসুদ রানা হাওলাদার (২২) এবং হরিণটানা থানার আরাফাত আবাসিক প্রকল্প এলাকার মৃত: গিয়াস উদ্দিন খানের পুত্র মো: মেহেদী হাসান (২২)।
কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ মাদক কারবারিকে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের নিকট হতে ৭৭৫ পিস ইয়াবা এবং ৩শ’ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা রুজু করা হয়েছে।