জন্মভূমি রিপোর্ট : খুলনায় গত ২৪ ঘন্টায় ১৪ জন ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জেলায় আক্রান্ত ৬ জন ও খুলনা মেডিকেল কলেজ হাসপতালে ৮ জন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ২০২ জন। এর মধ্যে জেলায় ৩৭ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৫ জন। খুলনা সিভিল সার্জন দপ্তর ও খুমেক হাসপাতাল সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
খুলনা সিভিল সার্জন দপ্তর থেকে জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা সদর হাসপাতালে ভর্তি হয় ৪ জন এবং দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন। গত ১ লা জানুয়ারী থেকে ১৯ জুলাই পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ৩৭ জন। এদের মধ্যে বটিয়াঘাটা হাসপাতালে চিকিৎসা নেয় ৩ জন, দিঘলিয়ায় ১২ জন, ডুমুরিয়া ১ জন, ফুলতলা ৩ জন, রূপসা ৩ জন ও খুলনা সদর হাসপাতালে ১৫ জন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: সুহাস রঞ্জন সাহা প্রেরিত তথ্যে জানা যায়, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮ জন। ছাড়পত্র নিয়েছেন ১১ জন, ১৯ জুলাই সর্বমোট রোগীর সংখ্যা ৩৭ জন। চলতি বছর ১ জানুয়ারী থেকে ১৯ জানুয়ারী পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোট চিকিৎসা নেয় ১৬৫ জন রোগী। তার মধ্যে গত ১৮ জুলাই মৃত্যু হয় ১ জনের। খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় বিভাগের ১০ জেলায় মোট আক্রান্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৭৯ জন। আক্রান্ত রোগীর সংখ্যা যশোর জেলায় বেশী।
খুলনা জেলা সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ বলেন, খুলনায় করোানার মত হুহু করে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি না পেলেও প্রতিদিন গড়ে ৫ থেকে ৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। মানুষ কিছুটা সচেতন হওয়ায় আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে না। তবে এখনও প্রায় দু’মাস ডেঙ্গু রোগে আক্রান্তের ঝুঁকি রয়েছে। তাই সকলকে আরও সচেতন হতে হবে।
খুলনায় সাড়ে ৬ মাসে ২০২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত, মৃত্যু ১
Leave a comment