জন্মভূমি রিপোর্ট : নগরীর সোনাডাঙ্গা থানাধীন নূরনগর এলাকায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের সামনের সড়কে বাসের চাঁকায় পিষ্ট হয়ে সিরাজুল ইসলাম (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। রোববার বিকেল চার টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত সিরাজুল হরিনটানা থানাধীন রায়েরমহল এলাকার জনৈক মোঃ আব্দুল ওহাবের ছেলে। ভিকটিম শহরের খন্দকার নাসির উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। সংসারে বাড়তি উপার্যনের জন্য তিনি লেখাপড়ার পাশাপাশি ইলেকট্রনিক মিস্ত্রির কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম দৈনিক জন্মভূমিকে বলেন, বয়রা থেকে দুই মোটর সাইকেল আরোহী ডাকবাংলার দিকে আসছিলেন। ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌছালে পেছনে একটি মাহেন্দ্র দেখতে পেয়ে চালক ব্রেক করেন এবং তারা ছিটকে রাস্তায় পড়ে যান। সেসময় নিউমার্কেট এলাকা হতে সোহাগ পরিবহণের ঢাকা মেট্রো (গ) ১৪-৬১২৯ নাম্বারের একটি বাস ফুলতলার দিকে যাচ্ছিল। রাস্তায় পড়ে যাওয়া সিরাজুল তখন ওই বাসের চাঁকায় পিষ্ট হন। রাস্তায় তার মগজ ফেটে ঘিলু ছড়িয়ে পড়েছিল। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ওসি বলেন, ঘটনাস্থল থেকে চালক এবং হেলপার পালিয়ে যেতে সক্ষম হলেও বাসটি আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নময়ের মধ্যে লাশ ময়না তদন্তের অপেক্ষায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছিল।
খুলনায় সোহাগ পরিবহণের বাস চাপায় স্কুল ছাত্র নিহত
Leave a comment