শেখ আব্দুল হামিদ : দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে খুলনার ভৈরব নদীর উপর ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়েছে। ২০২১ সালের ২৪ মে আনুষ্ঠানিক ভাবে কাজের উদ্বোধন হয়। এপর্যন্ত শেষ হয়েছে প্রায় ২০ দশমিক ১০ শতাংশ। চলতি বছর ২৭ নভেম্বর কাজ শেষ হওয়ার কথা ছিল। জমি অধিগ্রণ প্রকৃয়া শেষ হতে সময় লেগে যায়।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, সেতুর পূর্বপার্শে¦ দিঘলিয়ার দেয়াড়া ইউনাইটেড ক্লাব সংলগ্ন সরকারি খাস জমির উপর ২৪ এবং ২৫ নম্বর পিলারের কাজ শেষ রয়েছে। একই ভাবে পশ্চিম পারে সরকারি খাস জমির উপর চলমান রয়েছে ১৩ ও ১৪ নম্বর পিলারের কাজ। সেতুর কাজ উদ্বোধনের দীর্ঘ ১৫ মাস পর গত ৩০ আগস্ট দিঘলিয়া পারের চার শতাধিক ভূমির মালিকদের ক্ষতিপূরণ গ্রহণের নোটিশ দেয়া হয়। পরের দিন ৩১ আগস্ট খুলনা জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ আল মামুন সেতুর তদারকি সংস্থা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমানের নিকট মোট ১০ দশমিক ৩৭৪ একর ভূমির কাগজপত্র হস্তান্তর করেন।
সেতুর ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশন (লি:) এ অনুষ্ঠিত হস্তান্তর অনুষ্ঠানে টেলিফোনে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতি উপদেষ্টা ড. মশিউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুল আলম, অর্থনৈতি উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা হাফিজুর রহমান, উপসহকারি প্রকৌশলী হাবিবুর রহমান, প্রকৌশলী রইস উদ্দিন, কমলেন্দু মজুমদার, জুনিয়র ইঞ্জিনিয়র আব্দুল আজিজ, প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী এসএম নাজমুল, প্রকল্পের ইঞ্জিনিয়র মাহবুবুর রহমান প্রমুখ।
সার্বিক বিষয় নিয়ে খুলনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আনিসুজ্জামান মাসুদ দৈনিক জন্মভূমিকে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিটি সড়ক মহাসড়ক প্রশস্ত ও উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। পদ্মা ব্রিজ চালু হওয়ায় খুলনা অঞ্চলের প্রতিটি সড়ক মহাসড়ক হয়ে উঠেছে অতিগুরুত্বপূর্ণ। সে কথা মাথায় রেখে দ্রুত উন্নয়ন কাজ এগিয় চলেছে। ভৈরব নদীর উপর নির্মাণধিন সেতুর কাজ ভূমি অধিগ্রহণ জটিলতায় থেমে ছিল। সে সমস্যার সমাধান হওয়ায় দ্রুত নির্মাণ কাজ এগিয়ে চলেছে। তিনি বলেন, ৩০২.৭৮ কোটি টাকা ব্যয়ে ব্রিজের কাজ চলছে। মোট ১০০ মিটার দীর্ঘ ব্রিজের এ কাজ শেষ হতে প্রায় দেড় বছর সময় লাগতে পারে। কাজ শষ হলেই এর উপরদিয়ে মানুষ ও যানবাহন চলাচল করতে পারবে।