জন্মভূমি রিপোর্ট : খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপি’র তালিকাভুক্ত সন্ত্রাসী নূর আজিমসহ পাঁচ জন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল ১১ টা পর্যন্ত নগর ডিবির একটি টিম রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনেসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। গ্রেফতার হওয়া অন্য চার আসামি হলেন,দৌলতপুর থানা এলাকার বাসিন্দা মোশারেফ হোসেনের ছেলে ফয়সাল আহমেদ দ্বীপ (২৫), খালিশপুর থানা এলাকার অধিবাসী মোঃ জাহাঙ্গীর আলম ফকরুলের ছেলে মোঃ কামরুজ্জামান নাঈম(২৫)ও শামসুল হক তালুকদারের ছেলে মোঃ রানা তালুকদার (২৯) এবং খুলনা সদর থানা এলাকার বাসিন্দা বাবুল মাতব্বরের ছেলে রিয়াজুল ইসলাম রাজু (৩৫)। তারা সবাই টুটপাড়া মহিরবাড়ী খালপাড় এলাকার বাসিন্দা শানু মহুরির ছেলে নূর আজিমের (২৮) সহযোগী বলে পুলিশ জানিয়েছে। মহানগর ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর ইসলাম দৈনিক জন্মভূমিকে বলেন, আসামিদেরকে ঢাকার বসুন্ধরা, বাড্ডা, খিলক্ষেত, গুলশান ও রামপুরা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে নূর আজিম খুলনা সদর থানায় দায়ের হওয়া রংমিস্ত্রি সোহেল হত্যা মামলার আসামি। একই থানায় দায়ের হওয়া আল-আমীন হত্যা মামলার আসামি রিয়াজুল। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র-গুলি উদ্ধারসহ অন্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চলছিল। বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানিয়েছেন।