জন্মভূমি রিপোর্ট
খুলনা আঞ্চলিক খাদ্য দপ্তরের (চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রণ) উপ-নিয়ন্ত্রককে ঠিকাদার কর্তৃক লাঞ্ছিতের ঘটনায় মঙ্গলবার অবস্থান ধর্মঘট পালিত হয়। এসময় আঞ্চলিক খাদ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, গত সোমবার টেন্ডারকে কেন্দ্র করে খাদ্য পরিবহন ঠিকাদারদের একটি গ্রæপ সকাল ১১টায় বহিরাগতদের নিয়ে উপ-নিয়ন্ত্রক (চ স নি) আনোয়ারুল করিমের ওপর হামলা চালায়। তার সরকারি দপ্তরের মধ্যেই তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এঘটনার প্রতিবাদ জানাতে মঈনুল ইসলাম ভ‚ঁইয়ার সভাপতিত্বে এবং আবু বক্কর সিদ্দীকির উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চলাচল ও খাদ্য সংরক্ষণ নিয়ন্ত্রক বাবুল হোসেন, টিসিএফ বৃন্দ, খাদ্য পরিদর্শক সমিতির নেতৃবৃন্দ, খাদ্য কর্মকর্তা কর্মচারি সমিতির নেতৃবৃন্দসহ নাজমুল হোসেন, স্বর্ণালী, নিশীত কুমার, বাদল কুমার, মহির উদ্দিন, সুশান্ত কুমার, উজ্জ্বল, তৈয়েবুর রহমান, মাসুদ রেজা,রবিউল ইসলাম, তরুণ বালা, কৃপাসিন্ধু, পল্লব ঘোষ, কামরান হোসেন, বাদল, জাকির হোসেনসহ খাদ্য বিভাগের সকল জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। বক্তারা দ্রæত হামলাকারিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।