বিজ্ঞপ্তি : খুলনা সদর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের নব-নির্বাচিত নের্তৃবৃন্দকে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। অন্যান্য বিবৃতিদাতারা হলেন উর্ধ্বতন সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান, সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, মো: মোস্তফা জেসান ভুট্টো, গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহমুদ ডন, শেখ মো: গাউসুল আজম, মো: মফিদুল ইসলাম টুটুল, এস এম ওবায়দুল্লাহ, মো: সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, জোবায়ের আহমেদ খান (জবা), ঠাকুর মো: শাহ্ আলম, মো: মোশাররফ হোসেন, উজ্জ্বল কুমার গাঙ্গুলী, মো: আবুল হাসান, মো: ইসলাম খান, খান সাইফুল ইসলাম, মো: মনিরুল ইসলাম মাসুম, মো: মাহবুব আলম, চৌধুরী মিনহাজ উজ জামান ও নিজারুল আলম জুয়েল।