
বিজ্ঞপ্তি
খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদের সাথে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। বুধবার (২৩ মার্চ) দুপুরে খুলনা জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে কেইউজের’র নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ এর নেতৃত্বে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামীলীগ সভাপতি শেখ হারুনুর রশিদ কেইউজের নির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, খুলনার সাংবাদিকরা সব সময়ই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন। তাদের এ ভূমিকা খুলনার উন্নয়নে সহায়তা দিয়ে চলেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব। তিনি গণমাধ্যম কর্মিদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। তিনি খুলনার সংবাদপত্র শিল্পের উন্নয়নে সাংবাদিক ইউনিয়নের কার্যকরি ভুমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় কালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, ক্লাবের সহ-সভাপতি ও কেইউজের সদ্য বিদায়ী সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, ক্লাবের নির্বাহী সদস্য মল্লিক সুধাংশু, শেখ মো: সেলিম, সুনীল দাস, বিএফইউজে এর নির্বাহী কমিটির সদস্য হুমায়ূন কবির, খুলনা টিভি রিপোর্টার ইউনিট এর সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন, কেইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে কোষাধ্যক্ষ দিলীপ বর্মণ, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ও আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম, কেইউজের’র সদস্য রীতা রাণী দাস, মো: হেলাল মোল্লা প্রমুখ।