জন্মভূিম ডেস্ক : খুলনার দারুল মাকামের বার্ষিক অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। গতকাল সকাল দশটায় বয়রাস্থ খুলনা দারুল মাকাম প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে দারুল মাকামের সম্মানিত কো-অর্ডিনেটর হাসানুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করেন দারুল মাকাম ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মুকাররম আনসারী। আলোচনা করেন ফাউন্ডেশনের সম্মানিত সদস্য সচিব জনাব ইকবাল হোসাইন, সম্মানিত শাখা ইনচার্জ মুমতাহিনা সিদ্দিকাহ্, প্রতিষ্ঠানের শিক্ষক ইমরান হোসেন ইমুসহ প্রমূখ, এ সময় খুলনা দারুল মাকামের সকল শিক্ষক,কর্মচারী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।