খানজাহান আলী থানা প্রতিনিধিঃ আড়ংঘাটা থানাধিন তেলিগাতী বুচিতলার ইমরান আলীর কন্যা খুলনা সরকারি পলিটেকনিক কলেজের শেষ বর্ষের মেধাবী ছাত্রী রাবেয়া খাতুন(২০) আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে সে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে বলে স্বজনরা জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
জানাগেছে, আড়ংঘাটা থানাধিন তেলিগাতী বুচিতলার ইমরান আলীর কন্যা খুলনা সরকারি পলিটেকনিক কলেজের শেষ বর্ষের মেধাবী ছাত্রী রাবেয়া খাতুন(২০) মঙ্গলবার সকালে বাড়ী ফাঁকা পেয়ে নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। সকাল ১০টার পর তার স্বজনরা বাড়ীতে এসে তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে দ্রুত নামিয়ে গলার ফাস খুলে পার্শবর্তি হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করে যাতে লেখা ছিল‘‘ আমাকে মাফ করে দিও, তোমরা সবাই অনেক ভালো থেকো, আর আমার লাশটা তারাতারি দাফন করে দিও। দয়া করে আমার এই কাজের জন্য কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। কেউ দায়ী না।
আড়ংঘাটা থানার অফিসার্স ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন, একটি চিরকুট পেয়েছি। নিহত রাবেয়ার মোবাইলের কল যাচাই-বাছাই সহ পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে কি কারণে রাবেয়া আত্মহত্যা করেছে এ বিষয়ে এখন জানাযায়নি।
খুলনা পলিটেকনিক কলেজ ছাত্রীর আত্মহত্যা
Leave a comment