জন্মভূমি রিপোর্ট : অক্টোবর মাসে ৩০ দিনে খুলনা বিভাগে ১০ হাজার ২২৭ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এসময়ে মৃত্যু হয়েছে ৪০ জনের। শনাক্ত এবং মৃত্যু গত মাসের তুলনায় দি’গুণেরও বেশী। সেপ্টেম্বর মাসে বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয় ৭ হাজার ৬৭১ জনের। আর মৃত্যু হয় ২১ জনের। গেল অক্টোবর মাসে খুলনায় ডেঙ্গু শনাক্ত হয় ১,৯৫৩ জনের দেহে। মৃত্যু হয়েছে ১৯ জনের। সেপ্টেম্বর মাসে ৩০ দিনে খুলনায় ১,৫৫৫ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। যা আগষ্ট মাসের তুলনায় দ্বিগুণেরও বেশী ছিল। সেপ্টেম্বর মাসে মৃত্যু হয় ৯ জনের। আগষ্ট মাসের ৩১ দিনে খুলনায় ৭৪৪ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়। আর এ সময়ে মৃত্যু হয় ৫ জনের। এনিয়ে চলতি বছর জানুয়ারী থেকে ১০ মাসে খুলনায় ডেঙ্গু রোগীর মোট সংখ্যা ৫ হাজার ৪৮ জন। আক্রান্ত রোগীদের মধ্যে খুলনা জেলায় ২০২০ জন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০২৮ জন।
খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু শনাক্ত হয় ২৯০ জনের দেহে। এসময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় এক রোগীর। খুলনা জেলায় আক্রান্ত হয় ২৫ জন আরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন। বাগেরহাট জেলায় শনাক্ত ১৫ জন, সাতক্ষীরায় ৯ জন, যশোর ৩৮ জন, ঝিনাইদহ ৪১ জন, মাগুরায় ৪০ জন, নড়াইল ২০ জন, কুষ্টিয়ায় ৪৬ জন, ২২ জন ও সাতক্ষীরা মেডিকেলে ৮ জন। এ নিয়ে খুলনা বিভাগে গত ১০ মাসে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২৬ হাজার ৪১৮ জন। এপর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৯৬ জনের। মোট ছাড়পত্র প্রাপ্ত রোগীর সংখ্যা ২৪ হাজার ৮৫৬ জন। বর্তমানে হাসপাতালে রোগী ভর্তি আছেন ১১৩৩ জন। রেফার্ড করা হয়েছে ৩৩৩ জন রোগীকে।
খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মনজুরুল মুর্শিদ বলেন, খুলনা বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বৃষ্টির পরিমাণ কমে গেলেও মশার উপদ্রব এখনও কমেনি। অক্টোবর মাসেও ডেঙ্গু রোগীর সংখ্যা সেপ্টেম্বর মাসের তুলনায় প্রায় দ্বিগুন বেড়েছে। তবে আশা করা যাচ্ছে আগামী মাস থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটা কমে আসবে। তাই বলে মানুষদেও অসচেতন হলে চলবে না। ধরে নিতে হবে ডেঙ্গু কম বেশী সারা বছরই থাকবে।