জন্মভূমি রিপোর্ট : খুলনা বিভাগে গত ১০ মাস ৮ দিনে মোট শনাক্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ২৭ হাজার ৯২১ জন। আর মোট মৃত্যু হয়েছে ১০৩ জনের। গত ২৪ ঘন্টায় ৩৭২ জনের দেহে ডেঙ্গু রোগ শনাক্ত হয়েছে। রোগীদের মধ্যে খুলনায় সবচেয়ে বেশী শনাক্ত হয়। খুলনা জেলায় শনাক্ত ৩৯ জন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ জন। তার পরেই রয়েছে ঝিনাইদহ জেলায় ৬৪ জন। গত ২৪ ঘন্টায় বাগেহাট জেলায় শনাক্ত হয় ১৯ জন, সাতক্ষীরায় ৩ জন, যশোর জেলায় ৫৩ জন, মাগুরায় ৪০ জন, নড়াইল ২৬ জন, কুষ্টিয়া জেলায় ৬০ জন, এসময় মৃত্যু হয় ১ রোগীর। চুয়াডাঙ্গায় ১২ জন, মেহেরপুর ২০ জন ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন। আর বিভাগে এ পর্যন্ত ছাড়পত্র প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ২৬ হাজার ৩৯৫ জন। হাসপাতালে ভর্তি আছেন মোট ১০৭৮ জন। আর উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ৩৪৫ জনকে।
খুলনা জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ২১৮৯ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩১৭২ জন। বাগেরহাট জেলায় মোট শনাক্ত ১৫০৩ জন। সাতক্ষীরায় মোট ৬৬০ জন, সাতক্ষীরা মেডিকেলে ৬২৩ জন, যশোর ৩৯৯৪ জন, ঝিনাইদহ ৩২১৯ জন, মাগুরায় মোট ৪৩৩৭ জন, নড়াইল মোট ২৪১৬ জন, কুষ্টিয়ায় মোট ৩৩৯৪ জন, মেহেরপুর মোট ১৭২৭ জন, চুয়াডাঙ্গায় মোট ৬৮৭ জন।
খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মনজুরুল মুর্শিদ বলেন, খুলনা বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা ভয়াবহ আকারে বাড়ছে। প্রতি সপ্তায় দুইহাজারের বিশী ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। এ মাসেও ডেঙ্গু রোগীর সংখ্যা গত মাসের চেয়ে প্রায় তিনগুন হতে পারে। তবে আগামী মাস থেকে আশা করা যাচ্ছে ডেঙ্গু শনাক্তের সংখ্যা কমবে। সকলকে সচেতন থাকতে হবে।