রামপাল প্রতিনিধিঃ খুলনা মোংলা মহাসড়কে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক সহ ঘটনাস্থলে ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷
শুক্রবার (১০ নভেম্বর) দুপুর আনুমানিক ২টায় খুলনা মংলা মহাসড়কের রামপালের রনসেন মৎস্য আড়ত এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে৷
নিহতরা হলেন, মটর সাইকেল চালক বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভট্র খামার এলাকার আঃ সাত্তারের পূত্র আঃ রাজ্জক (৩৩), অপর জন রাজশাহী জেলার বাগমারা থানার বুজরুক কৌড় এলাকার মজিবুর রহমানের পুত্র আঃ রশিদ (২৭) ।
নিহত আঃ রশিদ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্রো মেট্রো খ ১১-২০৫৫ নম্বর প্লেট সম্বলিত একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে খুলনা থেকে মোংলা যাচ্ছিল । ঘটনাস্থল খুলনা মংলা মহাসড়কের রনসেন মাছের আড়তের কাছে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মটরইকেলকে সজোরে প্রাইভেট কারটি ধাক্কা দেয়৷ এতে মোটরসাইকেলটি পাশের খাদে ছিটকে পড়ে৷ ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ২ জনের মৃত্যু হয়৷ রামপাল থানা অফিসার ইনচার্জ এস, এম, আশরাফুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, খুলনা মংলা মহাসড়কের যান চলাচল স্বাভাবিক আছে ।
খুলনা মংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২
Leave a comment