এম সাইফুল ইসলাম : সরকার বিরোধি এক দফা আন্দোলণের মধ্যেও চলছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির পূর্ণগঠন। দেয়া হয়েছে নগরীর ৩১টি ওয়ার্ড, ৫ টি থানা ও ৩টি ইউনিয়নের কমিটি। যা নিয়ে উচ্ছসিত তৃনমূলের কর্মিরা। এরই মধ্যে দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকি পালিত হবে আজ।
জানা যায়, ২০২১ সালের ৯ ডিসেম্বর মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ভেঙে দিয়ে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় কমিটি। ২০২২ সালের ১ মার্চ ৭১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটি গত ৯ মার্চ নগরীর ২০টি ওয়ার্ড ও একটি ইউনিয়নে এবং ২৭ জুন ৯টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন দেয়। এরপরে পর্যায়ক্রমে বাকি ২টি ওয়ার্ডে কমিটি ঘোষণা দেয়া হয়। এছাড়া সম্মেলণের মাধ্যমে ৫ টি থানার আহবায়ক কমিটি নির্বাচিত করেন। যা ছিল বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সফলতা।
তবে মহানগর বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম মনা বলেন, আমরা আন্দোলন-সংগ্রামের পাশাপাশি দল পুনর্গঠনের কাজে ব্যস্ত। এরই মধ্যে আমরা নগরীর ৩১ টি ওয়ার্ড , ৫টি থানা ও ৩টি ইউনিয়নের কমিটি সমাপ্ত করেছি। যার ফলে দীর্ঘ সাত বছর পরে কমিটি পেলো তৃনমূল কর্মিরা।
অপরদিকে ২০২১ সালের ৯ ডিসেম্বর মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিকে বাদ দিয়ে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় কমিটি। ২৫ ডিসেম্বর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকেও অব্যাহতি দেয়া হয় মঞ্জুকে। এরপর থেকেই দলের মধ্যে কোণঠাসা বিএনপি নেতা মঞ্জু ও তার অনুসারীরা।
মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সঙ্গে তাদের সম্পর্ক ‘দা-কুমড়া’। গত ১৫ জুলাই মঞ্জু ফুলবাড়িগেট এলাকায় সভা করতে গেলে তার গাড়ি ভাঙচুর ও ১৭ জুলাই মঞ্জু গ্রুপ বিভাগীয় তারুণ্যের সমাবেশে যোগ দিলে হামলা করে তাদেরকে মঞ্চের সামনে থেকে সরিয়ে দেয়ার অভিযোগ রয়েছে। তবে এ ব্যাপারে মুখ খুলতে চায়নি সাবেক সাংসদ ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। ২৬ জুলাই ঢাকার সমাবেশে মহানগর বিএনপির বর্তমান কমিটি ও মঞ্জু গ্রুপ পৃথকভাবে যায়। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করে দুই গ্রুপ।