
খানজাহান আলী থানা প্রতিনিধি : দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্পের আওতায় দেশের ৬৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ‘‘ড্রাইভিং উইথ অটোমেকানিক্স’’ প্রশিক্ষণ কোর্স চালু করা হয়। এই প্রশিক্ষণ কোর্সে দেশের সকল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দ্বিতীয় স্থান অধিকার করেছে। প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) ৯ম সভায় দেশের সকল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে থেকে বিভিন্ন পর্যায়ের ক্যাটাগরিতে মার্ক ভিত্তিক পদ্ধতিতে এ মূল্যায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, বর্তমান সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং রুপকল্প-২০৪১, বাস্তবায়নের অংশ হিসাবে দেশ-বিদেশে কর্মসংস্থানের সৃষ্টির লক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন ‘‘ড্রাইভিং উইথ অটোমেকানিক্স প্রশিক্ষণ কোর্স প্রকল্প-১’’ এর অধিনে ২০২০ সালের জানুয়ারী থেকে দেশের ৬৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চালু করেন। কোর্সে ভর্তি থেকে শুরু করে বিআরটিএ কর্তৃক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে লাইসেন্স প্রাপ্তিসহ বিভিন্ন ক্যাটাগরিতে মার্ক ভিত্তিক মূল্যায়ন শেষে প্রতিষ্ঠান গুলির মধ্যে থেকে স্থান নির্ণয় করা হয়। প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) ৯ম সভায় দেশের সকল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে থেকে মার্ক ভিত্তিক পদ্ধতিতে এ মূল্যায়নে দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং শীর্ষস্থান অধিকার করে ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। দেশের ৬৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং উইথ অটোমেকানিক্স কোর্সের মাধ্যমে ১ লক্ষ ২হাজার ৪শত জন প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। আগামী ২০২৪ সালের ৩১ ডিসেম্বর এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।
খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দেশের ৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করায় প্রতিষ্ঠানটির সুযোগ্য অধ্যক্ষ এ কে এম মনিরুল ইসলাম দৈনিক প্রবাহকে বলেন, প্রতিষ্ঠানের এই সাফল্য অর্জনের পেছনে প্রশিক্ষণার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা এবং আন্তরিকতার রয়েছে। সকলের ঐক্যবদ্ধ প্রচেস্টায় এবং বিএমইটি’র সার্বিক সহযোগিতায় কাংখিত এ অর্জন সম্ভব হয়েছে। তিনি প্রতিষ্ঠানের এ ধারাবাহিকতা বজায় রাখতে সকলের আরো বেশি সহযোগিতা কামনা করেন।

