জন্মভূমি রিপোর্ট : খুলনা রেলওয়ের ১৮নং কাচারীতে ৮ কোটি ২ লাখ টাকার রাজস্ব আদায় করা হয়েছে। যা গত বছরের চেয়ে এবছর ২লাখ টাকা বেশী। ২০২২-২৩ অর্থ বছরে এই রাজস্ব আদায় করা হয়।
সূত্র জানিয়েছেন, খুলনা, বাগেরহাট, মোংলা, রূপসা ও যশোর স্টেশন এলাকার রেলভূমি ব্যবহারকারীদের কাছ থেকে আদায় করা হয়েছে। ১৮নং কাচারীর আওতায় ৩ হাজার লাইসেন্স রয়েছে। এর মধ্যে বানিজ্যিক ২ হাজার, কৃষি ৭শসহ তিনহাজার রেলভূমি ব্যবহারকারী রয়েছে। ব্যাংকের মাধ্যমে রাজস্ব প্রদান করা হয়। কাচারীর কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিনিয়ত ভূমি পরিদর্শন ও যে কোন সমস্যা দ্রুত সমাধান করে লাইসেন্সিকে সৎ পরামর্শ দিয়ে থাকেন। রেলভূমি ব্যবহারকারীরা রাজস্ব প্রদান করে সাথে সাথে টাকার রশিদ গ্রহণ করে থাকেন। রেলভূমি ব্যবহারকারীরা নিজেরা স্ব-উদ্যেগী হয়ে রাজস্ব প্রদান করে থাকেন। এই কাচারীতে এসে কাউকে হয়রানির শিকার হতে হয়না।
রূপসা থেকে আসা রেলভূমি ব্যবহারকারী মো. আ, মালেক বলেন, ব্যাংকে টাকা জমা দিয়ে রশিদ নিয়ে এসে কাচারীতে জমা দেয়া হয়। কাচারী থেকে একটি রশিদ প্রদান করা হয়। কোন ঝামলো নেই।
১৮নং কাচারীর ফিল্ড কানুনগো মো. মনোয়ার হোসেন বলেন, তার নেতৃত্বে একটি টিম মাঠে সার্বক্ষনিক ভাবে দায়িত্ব পালন করছেন। রেলভূমি ব্যবহারকারীরার ব্যাংকের মাধ্যমে রাজম্ব প্রদান করে থাকেন। গত বছরের চেয়ে এবছর ২ লাখ টাকা বেশী আদায় হয়েছে।