জন্মভূমি রিপোর্ট : খুলনা- ৪ আসন (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) থেকে সোমবার আওয়ামী লীগের মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিন জন। খুলনা মহানগর যুবদলের সভাপতি মোঃ সফিকুর রহমান পলাশ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন চেয়ে ফরম জমা দেন।
এছাড়া দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন আলহাজ¦ মো. শিবাজী ফকির। সোমবার বেলা ১১টায় তিনি দলের কেন্দ্রীয় কার্যালয় মনোনয়নপত্র জমা দেন। এসময় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলহাজ¦ শিবাজী ফকির বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সদস্য।
অপরদিকে স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জতিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় সংসদের সাবেক নেতা মো. রেজভী আলম রিজভী।দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার বেলা ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয় এই মনোনয়ন পত্র জমা দেন।