
জন্মভূমি রিপোর্ট : খুলনা-৪ আসনে নৌকার প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফিন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, আব্দুস সালাম মূর্শেদী ৮৬ হাজার ১৯৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেটলী প্রতীকের প্রার্থী এস এম মুর্ত্তজা রশিদী দারা পেয়েছেন ৬০ হাজার ৮৯৩ ভোট।
এ আসনে ১ লাখ ৫৪ হাজার ২৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।