
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদিপ্ত রায় দীপন আজ মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) সকাল ১১টায় উপজেলা সাংস্কৃতিক সংস্থা ‘উসাস’ ভবন পরিদর্শন করেছেন।
পূর্বনির্ধারিত সময়ে তিনি জানিপুরে অবস্থিত উসাস ভবনে পৌঁছান। এসময় সংগঠনের সভাপতি রবিউল আলম বাবুল ও মহাসচিব আনোয়ার হোসেন মুকুলসহ নেতৃবৃন্দ তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন— উসাস এর অর্থ সচিব নুরুজ্জামান, যুগ্ম মহাসচিব সোয়েব হাবিব, সাংগঠনিক সম্পাদক ইস্তেকবাল চয়ন, যুগ্ম সাংগঠনিক সচিব সুমন বিশ্বাস, নাট্য সম্পাদক সত্য চক্রবর্তী, যুগ্ম নাট্য সচিব রেজাউর রহমান, যুগ্ম সাংস্কৃতিক সচিব মহাদেব বিশ্বাস মোহন, ধর্ম সম্পাদক জাহিদ হাসান রাহাত, যোগাযোগ ও পরিবহন সম্পাদক শেখ আলাউদ্দিন, প্রচার সম্পাদক নাহিদুজ্জামান শয়ন, সদস্য রাশিদুল হাসান কমল, রেজাউল করিম রেজা ও আমজাদ হোসেন।
ইউএনও প্রদিপ্ত রায় দীপন উসাস ভবনের প্রতিটি কক্ষ ঘুরে দেখেন এবং সংগঠনের চলমান সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। এসময় নেতৃবৃন্দ তাঁকে উসাসের দীর্ঘদিনের ইতিহাস, স্থানীয় সংস্কৃতি চর্চায় ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি ভবন সংস্কারে প্রশাসনিক সহায়তার জন্য অনুরোধ জানান।
প্রদিপ্ত রায় দীপন উসাসের উদ্যোগ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভবপর সহযোগিতার আশ্বাস প্রদান করেন।