
কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসায় রহস্যজনক গলায় ফাঁস নিয়ে খালুর বাড়িতে শিক্ষার্থী আত্মহত্যা সংবাদ জানা গেছে। নিহত শিক্ষার্থী তুলি খাতুন (১৭) কুষ্টিয়ার খোকসা উপজেলার জাগোলবার গ্রামের সিরাজ মোল্লার মেয়ে।
মৃত্য তুলি খাতুন শোমসপুর গ্রামের তার খালু মো: শাহাদত হোসেনের বাড়িতে ১৩ বছর থেকে শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজের প্রথম বর্ষে লেখা-পড়া করছিল।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে,
রবিবার দিনগত রাতে তুলি খাতুনের টিনের ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলাই ফাঁস দিয়ে ঝুলে থাকে।
পাড়া-প্রতিবেশীদের দাবি প্রেম গঠিত কোনো কারণে হয়তো বা মেয়েটি গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। তবে এ বিষয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি।
খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে আবু তালেব ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী তুলি খাতুন।
আত্মহত্যার কারণ আমরা জানতে পারিনি। তবে লাস উদ্ধার করে পোস্টমর্টেম এর জন্য কুষ্টিয়া মর্গে প্রেরণ করেছি। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।