হুমায়ুন কবির, খোকসা : কুষ্টিয়ার খোকসা উপজেলার ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক এদের নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী খোকসা উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় খোকসা সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা জামাতের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামাত ইসলামের আমির মাওলানা মোঃ আবুল হাসেম।
উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, খোকসা উপজেলা জামাতে ইসলামের সেক্রেটারি মোঃ আইন উদ্দিন। উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ আব্দুল বারী ও এস এম সাইফুর রহমান প্রমুখও।
উক্ত ইফতারি মাহফিল অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ মাহিমের পিতা মোঃ ইব্রাহিম ও শহীদ মারুফের পিতা মোঃ শরীফ হুসাইন।
ইফতারির আগে সংক্ষিপ্ত আলোচনায় জেলা জামাতের আমির মাওলানা মোহাম্মদ আবুল হাশেম বলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদেরকে প্রথম দরকার আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করা। আর সে লক্ষ্যেই ৫০ বছর আগে থেকেই জামাত ইসলামী সে কার্যক্রম পরিচালনা করার জন্য বাংলার জমিনে রক্তদান করে ইসলামকে প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয়ে কাজ করছে।
আগামীতেও যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে বাংলার জমিনে রক্তের প্রয়োজন হয় সেখানেও পিছু পা হবেনা জামাতে ইসলামী ইনশাআল্লাহ।
উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রত্যেক ওয়ার্ড কমিটির সভাপতি ও সেক্রেটারির মিলনমেলায় পরিণত হয় খোকসা সরকারি কলেজ মিলন আয়তন হল রুম।